বাচ্চাদের জন্য ১০টি সেরা সিপি কাপ বা সিপার
বাচ্চাদের জন্য সঠিক সিপি কাপ বা সিপার খুঁজে পাওয়া খুবই ঝামেলাদায়ক কারণ বাজারে অনেক কোম্পানির সিপি কাপ পাওয়া যায়। কিন্তু কোনটি ভালো আপনার বাচ্চার জন্য তা বোঝা মুশকিল । আপনার এই সমস্যা দূর করতে আমাদের এই প্রতিবেদনে রইলো বাচ্চাদের জন্য সেরা কিছু সিপি কাপের সন্ধান।
বাচ্চাদের জন্য 9টি সেরা সিপি কাপ বা সিপারের তালিকা
1. ফিলিপ্স আভেন্ট ক্লাসিক সফট স্পাউট কাপ
ফিলিপ্স কোম্পানির এই সিপার নরম সিলিকন দিয়ে তৈরী, ফলে আপনার বাচ্চা সুহজেই জল বা জুস পান করতে পারবে। এটি ধরতে পারা অর্থাৎ এর গ্রিপটি বেশ ভালো।
সুবিধা
- নরম সিলিকন দিয়ে তৈরী
- দেখতে ভালো
- এটি ভালো করে পরিষ্কার করা সম্ভব
- BPA মুক্ত।
2. মি মি টু ইন ওয়ান স্পাউট অ্যান্ড স্ট্র সিপার কাপ
এই সিপার কাপের বোতলটি নন-টক্সিক, BPA মুক্ত ও পলিপ্রোপাইলিন প্লাষ্টিক দিয়ে তৈরী। স্পাউট এবং স্ট্র ভালো মানের সিলিকনের তৈরী এবং এটি আপনার বাচ্চা কামড়ালেও ঠিক থাকে।
সুবিধা
- বাইট রেসিস্ট্যান্ট
- নন-টক্সিক ও BPA মুক্ত
- ডিশ ওয়াশারের সাহায্যে ধোওয়া যায়।
3. ফিশার-প্রাইস স্পাউট সিপি কাপ
এই সিপি কাপের ডিজাইনটি এমনই যে লিক হওয়া বা জল পড়ে যাওয়ার সম্ভবনা নেই। আপনার বাচ্চা সহজেই এই সিপি কাপ হাতে ধরে নিজে জল খেতে পারবে।
সুবিধা
- নন-টক্সিক ও BPA মুক্ত
- লিক প্রুফ
- আকৃতির জন্য এর গ্রিপ খুব ভালো।
4. চিকো ট্রান্সিশন কাপ
প্রোটেক্টিভ ক্যাপ যুক্ত এই সিপি কাপ BPA মুক্ত। এর নন-স্লিপ হ্যান্ডেলগুলি এটিকে হাত থেকে স্লিপ হতে বাধা দেয়। এই সিপারটি ধুয়ে পরিষ্কার খুবই সহজ।
সুবিধা
- নন-টক্সিক ও BPA মুক্ত
- PVC মুক্ত
- নন-স্লিপ হ্যান্ডেল যুক্ত
- লিক প্রুফ।
5. লাভল্যাপ নটি ডাক সিপার
নরম সিলিকন দিয়ে তৈরী এই সিপারের স্ট্রটি আপনার শিশুর দাঁতের জন্য সুরক্ষিত। এই লিক প্রুফ সিপারটি ডিশ ওয়াশারে ভালোভাবে ধাওয়া যায়।
সুবিধা
- সহজেই হ্যান্ডেলটি ধরা যায়
- নন-টক্সিক ও BPA মুক্ত
- ডিশ ওয়াশারে পরিষ্কার করা যায়
- লিক করে না।
6. বিবেবি সিপি কাপ
ভালো মানের সিলিকন দিয়ে তৈরী এই সিপি কাপে শেষ অংশটুকু পর্যন্ত খেতে পারবে আপনার সোনা। নন-টক্সিক ও BPA মুক্ত এই সিপি কাপ আপনার সোনার জন্য উপযোগী।
সুবিধা
- নন-টক্সিক ও BPA মুক্ত
- ডিশ ওয়াশারে পরিষ্কার করা যায়
- এর গ্রিপটি খুব ভালো।
7. এসজিডি প্লাষ্টিক আনব্রেকএবেল সফ্ট স্ট্র সিপার কাপ ওয়াটার বোটল
এই সিপার কাপে দুদিকের ধরার হ্যান্ডেল আছে, তাই আপনার বাচ্চা সহজেই ধরে খেতে পারবে। স্ট্রটি বেশ সুন্দর ভাবে ডিজাইন করা যাতে ভেতরের পুরো জল খাওয়া যায়।
সুবিধা
- ধরার হ্যান্ডেলটি বেশ মজবুত
- সিপার কাপের পুরো জল খাওয়া যায়।
অসুবিধা
- প্লাষ্টিক দিয়ে তৈরী।
8. পুপ-সি পলিপ্রোপিলিন সিপি ট্রাম্বলার
পলিপ্রোপিলিন দিয়ে তৈরী এই সিপি কাপ নন-টক্সিক ও BPA মুক্ত। এটি হ্যান্ডেলটি বেশ ধরার জন্য উপযোগী।
সুবিধা
- স্ট্রটি সিলিকন দিয়ে তৈরী
- নন-টক্সিক ও BPA মুক্ত
- হ্যান্ডেলটি ধরে খাওয়ার জন্য উপযোগী।
9. নটি কিডস প্রিমিয়ার সিপার
BPA মুক্ত এই সিপার আপনার বাচ্চার জন্মের পর থেকেই ব্যবহার করতে পারেন। এই সিপারটি খোলা পড়াও সুবিধাজনক।
সুবিধা
- নন-টক্সিক ও BPA মুক্ত
- ডিশ ওয়াশারে পরিষ্কার করা যায়
- বাচ্চা জন্মানোর পর থেকেই ব্যবহার করা যায়।
বাচ্চাদের জন্য সিপি কাপ কেনার সময় কি কি দেখতে হবে ?
- সিপারের গ্রিপটি কেমন তা অবশ্যই দেখে নেবেন।
- নন-টক্সিক ও BPA মুক্ত কিনা সেটিও যাচাই করে নেবেন।
- সিপার লিক প্রুফ হওয়া খুবই জরুরি।
- পারলে স্ট্র দিয়ে ঠিক মতো জল আসছে নাকি দেখে নেবেন।
আপনাদের মধ্যে অনেকেই যারা সদ্য মা হয়েছেন, তারা নিজের বাচ্চার জন্য কোন সিপার বা সিপি কাপ কিনবেন তা বুঝে উঠতে পারেন না , আশা করি উপরে উল্লেখিত প্রোডাক্টগুলি সেই সমস্যা দূর করবেন। নিজে সুস্থ থাকুন ও বাচ্চার যত্ন করুন।
Community Experiences
Join the conversation and become a part of our vibrant community! Share your stories, experiences, and insights to connect with like-minded individuals.
Read full bio of Aastha Sirohi