শিশুদের জন্য 17টি সেরা সানস্ক্রিন লোশন | Best Baby Sunscreen Lotion To Buy In India

Written by Aastha Sirohi Aastha Sirohi linkedin_iconfacebook_iconinsta_icon Experience: 3 years
Last Updated on

প্রাপ্ত বয়স্করা বেশিরভাগই নিয়মিত সানস্ক্রিন মেখে থাকেন, কিন্তু ভুলে যান তাদের ছোট্ট সোনারও প্রয়োজন সানস্ক্রিনের। শিশুদের কোমল ও স্পর্শকাতর ত্বকেও সূর্যের ক্ষতিকারক রশ্মির প্রভাব পড়তে পারে।  তাই আমাদের এই প্রতিবেদনে বাচ্চাদের জন্য সেরা কিছু সানস্ক্রিনের সন্ধান দেব।

শিশুদের জন্য 17টি সেরা সানস্ক্রিন লোশনের তালিকা

1. মামাআর্থ মিনারেল বেসড সানস্ক্রিন বেবি লোশন

MamaArtha Mineral Based Sunscreen Baby Lotion

Buy-Now

এশিয়ার প্রথম মেডসেফ সার্টিফাইড টক্সিন মুক্ত এই ব্র্যান্ডের সানস্ক্রিন লোশনটি ত্বককে রাখে সতেজ। ত্বক বিশেষজ্ঞ দ্বারা পরীক্ষিত এই মিনারেল বেসড সানস্ক্রিন বেবি লোশন সেনসিটিভ ত্বকের বাচ্চাদের ক্ষেত্রেও উপযোগী।

সুবিধা

  • ত্বককে শুষ্ক রাখে
  • এশিয়ার প্রথম মেডসেফ সার্টিফাইড টক্সিন মুক্ত ব্র্যান্ড
  • প্যারাবেন এবং ক্ষতিকারক রাসায়নিক মুক্ত
  • SPF ২০ যুক্ত।

২. নিউট্রিজিনা পিওর অ্যান্ড ফ্রি বেবি মিনারেল সানস্ক্রিন লোশন

Nutrigina Pure and Free Baby Mineral Sunscreen LotionBuy-Now

শিশুদের স্পর্শকাতর ত্বকের জন্য উপযোগী এই বেবি সানস্ক্রিন লোশন পিওরস্ক্রিন টেকনোলজি যুক্ত। আপনার সোনাকে সূর্যের ক্ষতিকারক রশ্মির থেকে বাঁচাতে সাহায্য করবে এই সানস্ক্রিন।

সুবিধা 

  • ত্বক বিশেষজ্ঞ দ্বারা পরীক্ষিত
  • পিওরস্ক্রিন টেকনোলজি যুক্ত
  • সেনসিটিভ ত্বকের জন্য উপযোগী
  • হাইপোঅ্যালার্জিনিক ফর্মুলা যুক্ত।

৩. মম অ্যান্ড ওয়ার্ল্ড মিনারেল বেসড বেবি সানস্ক্রিন লোশন

Mom and World Mineral Based Baby Sunscreen Lotion

Buy-Now

SPF ৫০ যুক্ত এই মিনারেল বেসড বেবি সানস্ক্রিন লোশনটি আপনার শিশুর ত্বককে সূর্যের ক্ষতিকারক রশ্মির থেকে খুব ভালোভাবে রক্ষা করে। শিশুদের ত্বকের জন্য উপযোগী কারণ এটি ক্ষতিকারক রাসায়নিক মুক্ত।

  • SPF ৫০ যুক্ত
  • প্যারাবেন এবং ক্ষতিকারক রাসায়নিক মুক্ত
  • চটচটে নয়
  • তাড়াতাড়ি শুষে নেয়।

৪. মাদার স্পর্শ ন্যাচারাল বেবি সানস্ক্রিন লোশন

 Mother Touch Natural Baby Sunscreen Lotion

Buy-Now

প্রাকৃতিক নির্যাস দিয়ে তৈরী এই বেবি সানস্ক্রিন লোশন আপনার শিশুর ত্বককে সূর্যের ক্ষতিকারক রশ্মির থেকে বাঁচিয়ে করে তোলে মোলায়েম। অ্যালার্জেন ফ্রি সানস্ক্রিনটি খুবই হালকা ধরণের।

সুবিধা

  • অ্যালার্জেন ফ্রি
  • প্রাকৃতিক নির্যাস দিয়ে তৈরী
  • SPF যুক্ত
  • প্যারাবেন এবং ক্ষতিকারক রাসায়নিক মুক্ত।

৫. ক্যালিফোর্নিয়া বেবি SPF ৩০ ফ্র্যাগনান্স ফ্রি সানস্ক্রিন

 California Baby SPF 30 Fragrance Free Sunscreen

Buy-Now

কৃত্তিম গন্ধবিহীন ক্যালিফোর্নিয়া বেবি SPF ৩০ ফ্র্যাগনান্স ফ্রি সানস্ক্রিনটি আপনার সোনাকে সূর্যের ক্ষতিকারক রশ্মির থেকে বাঁচাতে সাহায্য করে। এটি প্রাপ্ত বয়স্করাও ব্যবহার করতে পারবে।

সুবিধা 

  • সেনসিটিভ ত্বকের জন্য উপযোগী
  •  SPF ৩০ যুক্ত
  • কৃত্তিম গন্ধবিহীন

৬. বায়োটিক অ্যালো ভেরা বেবি সান ব্লক সানস্ক্রিন

Biotic Aloe Vera Baby Sun Block Sunscreen

Buy-Now

অ্যালো ভেরা যুক্ত এই বেবি সানস্ক্রিন লোশনটি আপনি আপনার বাচ্চার ছয় মাস বয়েসের পর থেকে মাখাতে পারেন। ত্বককে মোলায়েম রাখতে সাহায্য করে এটি।

সুবিধা

  • আয়ুর্বেদিক প্রোডাক্ট
  • অ্যালো ভেরা যুক্ত
  • SPF ২০ যুক্ত
  • ত্বককে আদ্র রাখে।

৭. চিকো সানস্ক্রিন

 Chico sunscreen

Buy-Now

ওয়াটার রেসিস্ট্যান্ট সানস্ক্রিনটি আপনার বাচ্চার ত্বককে রাখে সজীব। সূর্যের ক্ষতিকর রশ্মির থেকে বাঁচিয়ে ত্বককে রাখে আদ্র। কৃত্তিম গন্ধ ও রঙ বিহীন এই সানস্ক্রিন ত্বক বিশেষজ্ঞ দ্বারা পরীক্ষিত।

সুবিধা 

  • হাইপোঅ্যালার্জিনিক ফর্মুলা যুক্ত
  • ত্বক বিশেষজ্ঞ দ্বারা পরীক্ষিত
  • কৃত্তিম গন্ধ ও রঙ বিহীন
  • ওয়াটার রেসিস্ট্যান্ট

৮. অরিশ বায়ো ন্যাচারালস বেবি প্রো সানস্ক্রিন SPF ৩০ লোশন

Arish Bio Naturals Baby Pro Sunscreen SPF 30 Lotion

Buy-Now

আপনার বাচ্চার ত্বককে আলট্রাভায়োলেট রে – এর থেকে রক্ষা করতে সাহায্য করে। বাইরে বেরোনোর আধ ঘন্টা আগে এটি মাখানো উচিত।

সুবিধা

  • SPF ৩০ যুক্ত
  •  ত্বককে আলট্রাভায়োলেট রে – এর থেকে রক্ষা করে
  • ত্বককে মোলায়েম রাখে।

৯. বেবিগানিকস মিনারেল বেসড সানস্ক্রিন স্প্রে

 Babyganics Mineral Based Sunscreen Spray

Buy-Now

কৃত্তিম গন্ধ বিহীন বেবিগানিকস মিনারেল বেসড সানস্ক্রিন স্প্রেটি খুবই উপযোগী আপনার সোনার জন্য। এটি SPF ৩০ যুক্ত ও আপনার সোনার ত্বককে করে তোলে চকচকে।

সুবিধা 

  • ভ্রমণের জন্য উপযুক্ত প্যাকেজিং
  • এটি SPF ৩০ যুক্ত
  • মিনারেল বেসড সানস্ক্রিন
  • ত্বককে সজীব রাখে।

১০. সেবামেড বেবি সান লোশন

 Sebamed Baby Sun Lotion

Buy-Now

SPF ৫০ যুক্ত এই সানস্ক্রিন লোশন সেনসিটিভ ত্বকের শিশুর জন্য উপযোগী। প্যাকেজিং খুব আকৃষ্ট ধরণের। ত্বক বিশেষজ্ঞ দ্বারা পরীক্ষিত।

সুবিধা

  • ত্বক বিশেষজ্ঞ দ্বারা পরীক্ষিত
  • SPF ৫০ যুক্ত
  • সেনসিটিভ ত্বকের শিশুর জন্য উপযোগী
  • ত্বককে সানবার্ন থেকে রক্ষা করে।

১১. বানানা বোট আলট্রামিস্ট ক্লিয়ার কিডস সানস্ক্রিন

 Banana Boat Ultramist Clear Kids Sunscreen

Buy-Now

বানানা বোট আলট্রামিস্ট ক্লিয়ার কিডস সানস্ক্রিনের প্যাকেজিংটি খুব সুন্দর। SPF ৫০ যুক্ত আপনার শিশুর ত্বককে সূর্যের ক্ষতিকারক রশ্মির হাত থেকে বাঁচাতে উপযুক্ত।

সুবিধা

  • শিশুর ত্বককে সূর্যের ক্ষতিকারক রশ্মির হাত থেকে বাঁচায়
  • SPF ৫০ যুক্ত
  • প্যাকেজিংটি খুব সুন্দর।

১২. অ্যাভিনো বেবি কন্টিনুয়াস প্রটেকশন সানব্লক লোশন

 Avino Baby Continuous Protection Sunblock Lotion

Buy-Now

কৃত্তিম গন্ধ বিহীন ও হালকা ধরণের এই সানস্ক্রিন আপনার সোনার ত্বকের জন্য উপযোগী। ত্বকে মাখলেই এটি শুষে নেয়। ত্বক বিশেষজ্ঞদের পছন্দ।

সুবিধা

    • চটচটে নয়
  • ওয়াটার রেসিস্ট্যান্ট
  • ত্বক বিশেষজ্ঞদের পছন্দ
  • SPF ৫৫ যুক্ত।

১৩. নোভালু ইনফ্যান্টস অ্যান্ড বেবি মিনারেল বেসড সানস্ক্রিন

 Novelu Infants and Baby Mineral Based Sunscreen

Buy-Now

প্রাকৃতিক নির্যাস দিয়ে তৈরী এই সানস্ক্রিন ত্বককে আদ্র রেখে সূর্যের UVA ও UVB রশ্মির থেকে আপনার বাচ্চাকে বাঁচায়। ভিটামিন ই যুক্ত ও ত্বক বিশেষজ্ঞ দ্বারা পরীক্ষিত এটি।

সুবিধা

  • প্যারাবেন এবং ক্ষতিকারক রাসায়নিক মুক্ত
  • সেনসিটিভ ত্বকের জন্য উপযোগী
  • হাইপোঅ্যালার্জিনিক ফর্মুলা যুক্ত।

১৪. কপারটোন ওয়াটারবেবিস সানস্ক্রিন

 Copperton waterbabies sunscreen

Buy-Now

প্রাকৃতিক নির্যাস দিয়ে তৈরী টিয়ার ফ্রি সানস্ক্রিনটি প্যারাবেন এবং ক্ষতিকারক রাসায়নিক মুক্ত, যা আপনার শিশুকে সূর্যের ক্ষতিকারক রশ্মির থেকে বাঁচাতে সক্ষম।

সুবিধা

  • SPF ৫০ যুক্ত
  • প্যারাবেন এবং ক্ষতিকারক রাসায়নিক মুক্ত
  • সেনসিটিভ ত্বকের জন্য উপযোগী
  • জিঙ্ক অক্সাইডের প্রটেকশন যুক্ত।

১৫. অ্যাডোরবেল বেবি সানস্ক্রিন

Adorable Baby Sunscreen

Buy-Now

অ্যাডোরবেল বেবি সানস্ক্রিন হল ওয়াটার রেসিস্ট্যান্ট ও প্রাকৃতিক নির্যাস দিয়ে তৈরী।  ক্ষতিকারক রাসায়নিক ও গ্লুটেন মুক্ত হওয়ায় আপনার জন্য উপযোগী এই সানস্ক্রিনটি।

  • প্রাণীদের ওপর পরীক্ষিত নয়
  • ওয়াটার রেসিস্ট্যান্ট
  • প্রাকৃতিক নির্যাস দিয়ে তৈরী।

১৬. বেপান্থেন বেবি সান ক্রিম

 Bepanthen Baby Sun Cream

Buy-Now

বেপান্থেন বেবি সান ক্রিমটি শিশুদের কোমল ত্বকের জন্য তৈরী। সেনসিটিভ ত্বকের বাচ্চাদেরও মাখাতে পারেন। ক্ষতিকারক রাসায়নিক মুক্ত এই সান ক্রিমটি আপনার শিশুর ত্বককে সূর্যের ক্ষতিকারক রশ্মির থেকে বাঁচাতে উপযোগী।

সুবিধা 

  • সেনসিটিভ ত্বকের জন্য উপযোগী
  • SPF ৫০ যুক্ত
  • প্যারাবেন এবং ক্ষতিকারক রাসায়নিক মুক্ত
  • সেনসিটিভ ত্বকের জন্য উপযোগী

অসুবিধা 

  • ব্র্যান্ডটি পরিচিত নয়।

১৭. নেচার মাই বডি অরগ্যানিক বেবি সানস্ক্রিন

Nature My Body Organic Baby Sunscreen
Buy-Nowজিঙ্ক অক্সাইড যুক্ত নেচার মাই বডি অরগ্যানিক বেবি সানস্ক্রিনটি আপনার সোনার ত্বককে রাখে সতেজ। প্রাকৃতিক নির্যাস দিয়ে তৈরী এই সানস্ক্রিনটি ত্বককে সূর্যের ক্ষতিকারক রশ্মির থেকে বাঁচায় ও মোলায়েম রাখে।

সুবিধা

  • প্রাকৃতিক নির্যাস দিয়ে তৈরী
  •  ক্ষতিকারক রাসায়নিক মুক্ত
  • ত্বককে সূর্যের ক্ষতিকারক রশ্মির থেকে বাঁচায়।

অসুবিধা 

  • ব্র্যান্ডটি পরিচিত নয়।

শিশুর সানস্ক্রিন লোশন কেনার সময় কোন কোন বিষয়গুলি মনে রাখা উচিত ?

  • প্রথমে আপনার সোনার ত্বকের ধরণ সঠিকভাবে বুঝুন।
  • সানস্ক্রিন কেনার সময় অবশ্যই উপাদানগুলি দেখে কিনবেন, যদি এরকম কোনো উপাদান থাকে যা আপনার অ্যালার্জির সৃষ্টি করে তা কখনোই নেবেন না।
  • প্রাকৃতিক নির্যাস দিয়ে তৈরী হলে বেশি উপযোগী হবে আপনার বাচ্চার জন্য।
  • ডাক্তারের সঙ্গে অবশ্যই একবার পরামর্শ করে নেবেন।

বাচ্চাদের ত্বক কোমল হয়, তাই সানস্ক্রিন কেনার সময় বিবেচনা করে কিনবেন। উপরে বাজার সেরা কিছু বাচ্চাদের জন্য উপযোগী সানস্ক্রিন সম্পর্কে উল্লেখ করা আছে, আপনি যদি আপনার ছোট্ট সোনার জন্য উপযুক্ত সানস্ক্রিন খুঁজছেন, তাহলে অবশ্যই পড়ে নেবেন। সানস্ক্রিন ব্যবহার করার পর যদি কোনোরকম সমস্যা দেখা দেয়, তাহলে অবশ্যই ডাক্তারের সঙ্গে পরামর্শ করবেন। সুস্থ থাকুন, আনন্দে থাকুন ও বাচ্চার যত্ন নিন।

Was this article helpful?
thumbsupthumbsdown

Community Experiences

Join the conversation and become a part of our vibrant community! Share your stories, experiences, and insights to connect with like-minded individuals.

Aastha Sirohi
Aastha SirohiBeauty & Lifestyle Writer
Aastha Sirohi is a beauty and lifestyle content writer with over three years of experience in writing for different genres. She has a master’s degree in English Literature from The English And Foreign Languages University and a bachelor’s degree in education from the University of Mysore.

Read full bio of Aastha Sirohi
Latest Articles