বাচ্চাদের জন্য সেরা 10 টি ডায়াপার | 10 Best Baby Diapers To Buy In India 2020
In This Article
শিশুর যত্নের ক্ষেত্রে ডায়াপার এক অন্যতম ভূমিকা পালন করে। এক্ষেত্রে মায়েরা শিশুদের আরাম ও পরিছন্নতার দিকটা খুবই খেয়াল রাখা খুবই জরুরি। তাই আপনার শিশুর জন্য ডায়াপার সম্পর্কে সঠিক ধারণা থাকা উচিত। তাই আমাদের এই প্রতিবেদনে বাজার সেরা কিছু ডায়াপারের নাম ও এর সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হল।
অবশ্যই এ ব্যাপারে ডাক্তারের সঙ্গে পরামর্শ করতে ভুলবেন না।
বাচ্চাদের জন্য সেরা 10টি ডায়াপারের তালিকা
1. প্যাম্পার্স নিউ ডায়াপার প্যান্ট
আলট্রা অ্যাবসর্ব কোর যুক্ত এই ডায়াপার প্যান্টটি লিক হওয়ার থেকে বাঁচায়। অ্যালো ভেরা যুক্ত এই ডায়াপার ম্যাজিক জেল বিশিষ্ট হওয়ায় 12ঘন্টা পর্যন্ত আপনার সোনাকে সুরক্ষা প্রদান করতে পারে।
সুবিধা
- ডাবল লিক গার্ড যুক্ত
- অ্যালো ভেরার উপাদান উপস্থিত থাকায় আপনার শিশুর কোমল ত্বকে ফুসকুড়ি হতে বাধা দেয়
- খুবই নরম ধরণের হয়
- প্যান্টের পরিবর্তে পড়ানো যায়
- 12ঘন্টা পর্যন্ত সুরক্ষা প্রদান করে।
2. মামীপোকো প্যান্টস ডায়াপার
এটি দাবি করে যে একটি ডায়াপার মোট ৭গ্লাস মূত্র শোষণ করতে পারে। এটি লিক হতে দেয় না। একটি সুতির আবরণ দেওয়া থাকে বলে এটি শিশুদের আরাম প্রদান করে। এটি ভারী হয়ে যাওয়ার সম্ভাবনা খুব কম কারণ এতে ক্রিসক্রস শিট যুক্ত।
সুবিধা
- অনেকক্ষণ পর্যন্ত শোষণ ক্ষমতা বজায় থাকে
- ক্রিসক্রস শিট যুক্ত
- সুতির আবরণ থাকে
- 7গ্লাস মূত্র শোষণ করতে পারে।
অসুবিধা
- ত্বককে শুষ্ক করে তুলতে পারে।
3. হাগিস ওয়ান্ডার প্যান্টস ডায়াপারস
থ্রি ডি বাবেল বেড যুক্ত এই ডায়াপারটি অত্যন্ত নরম প্রকৃতির হয় যা আপনার শিশুকে ১২ঘন্টা পর্যন্ত সুরক্ষা প্রদান করে। যদি আপনার বাচ্চা পায়খানাও করে তাতেও এই ডায়াপারটি শুখনো থাকে। এটির ইলাস্টিসিটি বেশ সুন্দর হয় তাই অনায়াসেই আপনার শিশু চলতে ফিরতে পারবে।
সুবিধা
- ইলাস্টিসিটি বেশ ভালো
- অত্যন্ত নরম প্রকৃতির হয়
- 12ঘন্টা পর্যন্ত সুরক্ষা প্রদান করে
- ট্রিপল লিক গার্ড যুক্ত।
অসুবিধা
- সাইজের সমস্যা হতে পারে।
4. সাপ্পলেস বেবি প্যান্টস ডায়াপারস
12ঘন্টা পর্যন্ত সুরক্ষা প্রদানকারী এই ডায়াপারটির ওপরের আস্তরণ জিগজ্যাগ চ্যানেল যুক্ত ও নরম প্রকৃতির হয়। নিচের স্তরটিতে জেল ম্যাগনেট উপস্থিত। এই ডায়াপারে সাইড লিকেজের সম্ভাবনা খুবই কম।
সুবিধা
- নীল ডিসপার্সন লেয়ার যুক্ত
- 12ঘন্টা পর্যন্ত সুরক্ষা দিতে পারে
- নিচের স্তরটিতে জেল ম্যাগনেট থাকে
- সাইড কাফস লিকেজ হতে বাধা দেয়।
অসুবিধা
- ভারী হওয়ার সমস্যা হতে পারে।
5. হিমালয়া টোটাল কেয়ার বেবি প্যান্টস ডায়াপারস
অ্যান্টি-র্যাশ শিল্ড যুক্ত এই ডায়াপারে হাওয়া চলাচলের জায়গা থাকে ও এর ধারগুলি এতটাই শক্ত পোক্ত হয় যে আপনার সোনা এটি পড়ে বেশি নড়া চড়া করলেও লিক করে না।
সুবিধা
- বিভিন্ন ধরণের সাইজের পাওয়া যায়
- অ্যান্টি-র্যাশ শিল্ড যুক্ত
- লিক হয় না
- অ্যালো ভেরা যুক্ত।
অসুবিধা
- ভারী হওয়ার সমস্যা হতে পারে।
6. প্যাপিমো বেবি প্যান্টস ডায়াপারস
অ্যালো ভেরা ও সুপার লক জেল যুক্ত এই ডায়াপার আপনার শিশুকে ভিজে ভাব অনুভূত হতে দেয় না ও র্যাশ হওয়ার থেকে বাঁচায়। 12ঘন্টা পর্যন্ত সুরক্ষা প্রদান করে। খুবই নরম প্রকৃতির হয়।
সুবিধা
- লিক হয় না
- অ্যালো ভেরা যুক্ত
- সুপার লক জেল যুক্ত
- 12ঘন্টা পর্যন্ত সুরক্ষা দেয়।
অসুবিধা
- ত্বককে শুষ্ক করে তুলতে পারে।
7. লিটল অ্যাঞ্জেল বেবি ডায়পার প্যান্টস
এটি ভিজে গেলে এটির রং বদলে যায় এবং তা দেখেই আপনি আপনার শিশুর ডায়পার পরিবর্তন করতে পারেন। নরম প্রকৃতির এই ডায়পার আপনার শিশুকে স্বাচ্ছন্দ্যে থাকতে দেবে।
সুবিধা
- ফ্লুইড ডিস্ট্রিবিউশন চ্যানেল যুক্ত
- লিক হতে দেয় না
- ওয়েটনেস ইনডিকেটর যুক্ত।
অসুবিধা
- ব্র্যান্ডটি সবার কাছে বেশি পরিচিত নয়।
8. বেম্বিকা বি প্লাস সলিড ক্লোথ ডায়পারস
রাপিসোক টেকনোলজি যুক্ত এই ডায়পার প্যান্টের প্যাড পরিবর্তন করে ব্যবহার করা যায়। 2বছর বয়স পর্যন্ত আপনার শিশুকে এই ডায়পার পড়ানো যায়। এটি ধুয়ে আবার ব্যবহার করা যায়।
সুবিধা
- খুবই আরামদায়ক
- রাপিসোক টেকনোলজি যুক্ত
- দেখতে রঙিন হয়
- ইলাস্টিকটি ভালো প্রকৃতির।
অসুবিধা
- ভেতরের প্যাডটি আলাদা করে কিনতে হয়।
9. অ্যাংরি বার্ডস রিইউসেবল ক্লোথ ডায়পার
CPSIA সার্টিফাইড ও রাপিসোক টেকনোলজি যুক্ত এই ডায়পার প্যান্টটি ধুয়ে নিয়ে পুনরায় ব্যবহার করতে পারবেন। দিনে 4 থেকে 5 বার প্যাড পরিবর্তন করা যায়।
সুবিধা
- নরম ও কেমিক্যাল-ফ্রি
- CPSIA সার্টিফাইড ও রাপিসোক টেকনোলজি যুক্ত
- বিভিন্ন ধরণের সাইজের পাওয়া যায়
- দেখতে রঙিন হয়।
অসুবিধা
- ভেতরের প্যাডটি আলাদা করে কিনতে হয়।
10. সফ্টস্পান মাইক্রোফাইবার ফোর লেয়ার বেবি পকেট ডায়পার
চারটি লেয়ার যুক্ত এই ডায়পার শোষণ ক্ষমতা ভালো। নরম কাপড় দিয়ে তৈরী এই ডায়পার আপনি খুব সহজেই ধুয়ে ব্যবহার করতে পারবেন। আপনি যদি আপনার বাচ্চাকে কেমিক্যাল-ফ্রি কোনো ডায়পার পড়াতে চান, তাহলে অবশ্যই এটি ব্যবহার করুন।
সুবিধা
- নরম ও কেমিক্যাল-ফ্রি
- শোষণ ক্ষমতা ভালো
- প্যাড বিহীন তাই খুবই আরামদায়ক।
অসুবিধা
- এটি কেচে ব্যবহার করতে হয়।
শিশুর ডায়াপার কেনার সময় কোন বিষয়গুলি মনে রাখা উচিত
- আপনার শিশুর আরাম আপনার হাতে, আপনাকে তাই সঠিকভাবে জেনে বুঝে ডায়পার বাছাই করা উচিত।
- কমদামি জিনিস অনেক সময় ক্ষতিকারক হতে পারে আপনার শিশুর জন্য।
- আপনার শিশু আপনার পছন্দের ডায়পারে স্বাচ্ছন্দ্য বোধ করছে কিনা সেটি পড়িয়ে দেখে নিন কদিন।
- কোনোরকম অসুবিধা হলে অবশ্যই ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন।
আপনি যদি আপনার সোনার জন্য সঠিক ডায়পার খুঁজছেন এবং কোনো না কোনো কারণে বাছাই করে উঠতে পারছেন না, তাহলে অবশ্যই উপরে উল্লেখিত বাজার সেরা প্রোডাক্টগুলির সম্পর্কে পড়ে নিন এবং আপনার আপনার শিশুর জন্য পছন্দমতো ডায়পারটি বেছে নিন। সুস্থ থাকুন, আনন্দে থাকুন।
Community Experiences
Join the conversation and become a part of our vibrant community! Share your stories, experiences, and insights to connect with like-minded individuals.
Read full bio of Aastha Sirohi