বাচ্চাদের জন্য সেরা 11টি সাবানের তালিকা | 11 Best Baby Soaps To Buy In India

Written by Aastha Sirohi linkedin_iconfacebook_iconinsta_icon Experience: 3 years
Last Updated on

বাচ্চাদের ত্বক বড়দের মতো নয় তাই জন্য বাচ্চাদের কোনো পণ্যই তাদের ত্বকে ব্যবহার করা উচিত নয়। বাচ্চাদের উপযোগী জিনিসই সবসময় তাদের ত্বকে যত্নের জন্য ব্যবহার করা উপযুক্ত। তাই বাচ্চাকে স্নান করানোর সময় কখনোই বড়দের ব্যবহূত সাবান তার ত্বকে ব্যবহার করবেন না। কারণ এসব সাবানে অনেক বেশি ক্ষারীয় উপাদান থাকে যা শিশুদের ত্বকের ক্ষতি করতে পারে। আপনার বাচ্চার ত্বক পরিষ্কার রাখতে সাবান ব্যবহারের সময় সতর্ক থাকা জরুরি। যেসব সাবানের পিএইচ- এর মাত্রা অত্যন্ত কম সে রকম সাবান শিশুর ত্বকের জন্য উপযোগী।

আমাদের এই প্রতিবেদনে আমরা আপনাকে বাচ্চাদের জন্য উপযোগী কিছু সাবানের নাম ও তার  সম্পর্কে কিছু তথ্য দেব।

বাচ্চাদের জন্য সেরা 11টি সাবানের তালিকা

1. Sebamed Baby Cleansing Bar

Sebamed Baby Cleansing Bar

এই সাবানটি নিয়মিত ব্যবহার করার উপযোগী। বাচ্চাদের মোলায়েম ত্বকের জন্য এই সাবান খুবই মসৃণ রাখে ও এই প্রোডাক্টটি দাবি করে যে এটি প্রথম বার আপনার শিশুকে মাখানোর পর থেকেই এর ফলাফল দেখতে পাবেন।

সুবিধা

  • পান্থেনল যুক্ত
  • বাচ্চাদের কোনো অ্যালাৰ্জি হলেও মাখানো সম্ভব
  • ক্ষারহীন।

2. Himalaya Gentle Baby Soap

Himalaya Gentle Baby Soap

এই সাবানটি অলিভ ও আমন্ড উপস্থিত থাকে বলে এটি আপনার শিশুর ত্বককে নরম ও কোমল রাখতে সাহায্য করবে । খুবই মাইল্ড প্রকৃতির এই সাবান প্রতিদিন ব্যবহার করা যেতে পারে।

সুবিধা

  • প্যারাবেন ও ক্ষতিকারক রং মুক্ত
  • অলিভ ও আমন্ড উপস্থিত
  • পশুদের ওপর পরীক্ষিত নয়
  • ত্বক-বিশেষজ্ঞদের দ্বারা পরীক্ষিত।

অসুবিধা 

  • সালফেট আছে কি নেই তার সম্পর্কে কোনো উল্লেখ নেই ।

3. Johnson’s Baby Soap

Johnson's Baby Soap

ভিটামিন ই সমৃদ্ধ এই সাবান ডাক্তারদের অত্যন্ত পছন্দের তাই বাচ্চাদের জন্য বেশিরভাগ সময়ই এটি ব্যবহার করতে বলেন। শিশুদের ত্বকে যে ন্যাচরাল কোমলতা থাকে তা বজায় রাখতে সাহায্য করে।

সুবিধা

  • প্যারাবেন, সালফেট ও ক্ষতিকারক রং মুক্ত
  • ভিটামিন ই সমৃদ্ধ
  • শিশুদের ত্বকে যে ন্যাচরাল কোমলতা থাকে, তা বজায় রাখে
  • ল্যাবরেটরিতে এটি যে হালকা প্রকৃতির অর্থাৎ মাইল্ড তা প্রমাণিত।

অসুবিধা

  • হাইপো অ্যালার্জেনিক কিনা উল্লেখিত নয়।

4. Mamaearth Moisturizing Baby Bathing Soap Bar

Mamaearth Moisturizing Baby Bathing Soap Bar

প্রাকৃতিক নির্যাস দিয়ে তৈরী এই সাবানটি আপনার শিশুর কোমল ত্বককে রাখে স্বাস্থ্যকর ও উজ্জ্বল। সাবানটি মাখার সময় বাচ্চাদের চোখে গেলেও চোখ জ্বালা করা বা চোখ থেকে জল পড়ার সম্ভাবনা কম।

সুবিধা

  • হাইপো অ্যালার্জেনিক
  • প্যারাবেন ও ক্ষতিকারক রং মুক্ত
  • ক্ষার মুক্ত
  • ছাগলের দুধের গুণ সমৃদ্ধ।

অসুবিধা

  • সদ্যজাত শিশুকে না মাখানোই ভালো।

5. Baby Dove Rich Moisture Soap

Baby Dove Rich Moisture Soap

এই সাবানটি আপনার শিশুর ত্বককে মসৃণ রাখার পাশাপাশি ত্বকের স্বাস্থ্যকেও ভালো রাখতে সাহায্য করে। প্যারাবেন ও সালফেট মুক্ত এই সাবান ত্বককে খুব ভালোভাবে পরিষ্কার রাখে।

সুবিধা

  • প্যারাবেন ও সালফেট মুক্ত
  • হাইপো অ্যালার্জেনিক
  • ত্বক-বিশেষজ্ঞদের দ্বারা পরীক্ষিত।

অসুবিধা 

  • গন্ধটি শিশুদের জন্য তীব্র।

6. Tedibar

Tedibar

এই সাবানটি সদ্যজাত শিশু থেকে শুরু করে তিন বছর বয়স পর্যন্ত আপনার বাচ্চাকে মাখাতে পারেন। এটি ত্বকের যেকোনো ধরণের ফুসকুড়ি বা ত্বককে শুকিয়ে যাওয়ার থেকে বাঁচায়।

সুবিধা

  • সদ্যজাত শিশু থেকে শুরু করে তিন বছর বয়স পর্যন্ত শিশুর ক্ষেত্রে ব্যবহার করা যায়
  • ত্বককে মোলায়েম রাখে।

অসুবিধা

  • প্যারাবেন আছে কি নেই তার সম্পর্কে কোনো উল্লেখ নেই ।

7. Doy Natural Milk Cream & Shea Butter Soap Combo

Doy Natural Milk Cream & Shea Butter Soap Combo

ভারতে তৈরী এই সাবান শিয়া বাটার ও দুধের ক্রিম দিয়ে তৈরী। এটি নানান আকর্ষণীয় আকৃতিতে পাওয়া যায়। সব বয়সের শিশুদের ক্ষেত্রে ব্যবহার করা যায়।

সুবিধা

  • ত্বক-বিশেষজ্ঞদের দ্বারা পরীক্ষিত
  • ত্বককে মোলায়েম রাখে।

অসুবিধা

  • সদ্যজাত শিশুকে না মাখানোই ভালো।
  • সালফেট ও প্যারাবেন আছে কি নেই তার সম্পর্কে কোনো উল্লেখ নেই ।

8. Dermadew Baby Soap

Dermadew Baby Soap

শিশুদের ত্বকের কোমলতাকে বজায় রেখে ত্বককে মোলায়েম করে। এই প্রোডাক্টটি দাবি করে শিশুর স্কিন টোনকে পরিষ্কার করে। অনেক ডাক্তারই এটি মাখানোর পরামর্শ দিয়ে থাকেন।

সুবিধা

  • ত্বককে কোমল রাখে
  • স্কিন টোনকে পরিষ্কার করে
  • সাবানটি মাখার সময় বাচ্চাদের চোখে গেলেও চোখ জ্বালা করা বা চোখ থেকে জল পড়ার সম্ভাবনা কম।

অসুবিধা  

  • সেন্সিটিভ ত্বকের শিশুদের ক্ষেত্রে না ব্যবহার করাই ভালো।

9. Chicco Baby Soap

Chicco Baby Soap

অলিভ অয়েল, অ্যালো ভেরা ও গ্লিসারিন উপস্থিত থাকার জন্য এটি ত্বককে মসৃণ রাখে। কোনো ভাবেন এই সাবান আপনার বাচ্চার ত্বককে শুখনো হতে দেবে না।

সুবিধা 

  • প্যারাবেন, সালফেট ও ক্ষতিকারক রং মুক্ত
  • ত্বক-বিশেষজ্ঞদের দ্বারা পরীক্ষিত
  • গন্ধ খুবই হালকা ধরণের।

অসুবিধা

  • বাচ্চাদের চোখে গেলে চোখ জ্বালা করা বা চোখ থেকে জল পড়ার সম্ভাবনা থাকতে পারে।

10. Mee Mee Nourishing Baby Soap

Mee Mee Nourishing Baby Soap

অ্যালো ভেরা, আমন্ড ও দুধের নির্যাস থাকার জন্য এটি আপনার বাচ্চার ত্বককে স্বাস্থ্যকর রাখে। বাচ্চার ত্বকের কোমলতা বজায় রাখে এই সাবান।

সুবিধা 

  • অ্যালো ভেরা, আমন্ড ও দুধ উপস্থিত থাকে
  • প্যারাবেন মুক্ত
  • বাচ্চার ত্বককে স্বাস্থ্যকর রাখে
  • বাচ্চার ত্বকের কোমলতা বজায় রাখতে পারে।

অসুবিধা

  • সালফেট আছে কি নেই তার সম্পর্কে কোনো উল্লেখ নেই।

11. Mom & World Extra Soft Natural Baby Soap

Mom & World Extra Soft Natural Baby Soap

কেমিক্যাল বিহীন এই সাবান আপনার শিশুর কোমল ত্বককে ভালোভাবে পরিষ্কার করে কোমলতা বজায় রাখে। অনেক ধরণের প্রাকৃতিক নির্যাস দিয়ে তৈরী এই সাবান ত্বককে স্বাস্থ্যকর করে তোলে।

সুবিধা

  • অ্যালো ভেরা, নারকেল তেল, ক্যাস্টর অয়েল থাকে
  • শিয়া বাটার ও কোকো বাটার সমৃদ্ধ
  • প্যারাবেন, সালফেট ও মিনারেল অয়েল মুক্ত

অসুবিধা

  • অন্য সাবানের তুলনায় একটু বেশিই শক্ত ধরণের হয়।

 বাচ্চার জন্য সাবান কেনার সময় যে বিষয়গুলি মনে রাখবেন

আপনার ছোট্ট সোনার জন্য সাবান কেনার সময় যেসব বিষয়গুলি মনে রাখবেন সেগুলি নিচে উল্লেখ করা হল।

  • কেনার সময় মনে রাখবেন যে সাবানে যেন কোনো প্রকৃতির ক্ষতিকারক কেমিক্যাল না উপস্থিত থাকে, তাই সাবানের প্যাকেটের গায়ে উল্লেখ করা উপাদানগুলি দেখে নেবেন।
  • শিশুদের ত্বক এতটাই কোমল হয় যে যে কোনো সময়ে একটু কিছু হলেই অ্যালার্জি  বেরিয়ে যায়, তাই সাবান যেন অবশ্যই হাইপো অ্যালার্জেনিক হিসেবে পরীক্ষিত হয়।
  • অরগ্যানিক সাবান কেনা সবচেয়ে ভালো কারণ এতে কেমিক্যাল উপস্থিত থাকে না
  • সাবান যেন বাচ্চাদের চোখে গেলে চোখ জ্বালা করা বা চোখ থেকে জল পড়ার সম্ভাবনা না থাকে অর্থাৎ এটি যেন টিয়ার ফ্রী ফর্মুলা (tear free formula) যুক্ত হয়।
  • সাবানের গন্ধ হালকা হওয়াই উপযুক্ত।

উপরে উল্লেখিত সাবানগুলি সবগুলিই শিশুদের জন্য উপযোগী। তবে কেনার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে নেবেন।

Was this article helpful?
thumbsupthumbsdown

Community Experiences

Join the conversation and become a part of our vibrant community! Share your stories, experiences, and insights to connect with like-minded individuals. Let our readers get your unique perspectives and do better together! Read our Comment Policy to know about the guidelines.

Aastha Sirohi
Aastha SirohiBeauty & Lifestyle Writer
Aastha Sirohi is a beauty and lifestyle content writer with over three years of experience in writing for different genres. She has a master’s degree in English Literature from The English And Foreign Languages University and a bachelor’s degree in education from the University of Mysore.

Read full bio of Aastha Sirohi
Latest Articles