বাচ্চাদের জন্য 6টি সেরা পাউডার | Best Baby Powder To Buy In India
আপনি কি আপনার সোনার জন্য প্রয়োজনীয় ও সঠিক সামগ্রী খুঁজছেন, তাহলে বাজারে নানা ধরণের ব্র্যান্ড দেখে নিশ্চয়ই দ্বিধায় পড়েছেন। তাই আমাদের এই প্রতিবেদনে আপনাদের জানাবো কিছু বাজার সেরা পাউডারের সম্পর্কে।
এই পাউডার শুধু আপনার বাচ্চাকে চনমনে ও সজীবই রাখে না, তার সাথে ডায়াপারের জন্য হওয়া ত্বকের সমস্যা দূর করতেও সাহায্য করে। 6টি সেরা বেবি পাউডারের সম্পর্কে তথ্য পেতে পড়ুন এই প্রতিবেদন।
6টি সেরা বেবি পাউডারের তালিকা
1. হিমালয়া বেবি পাউডার
আমন্ড তেল, অলিভ অয়েল ও পোস্ত দানা দিয়ে তৈরী এই পাউডার আপনার সোনাকে করে তোলে চনমনে এবং তার পাশাপাশি ডায়াপারের জন্য হওয়া র্যাশ থেকেও বাঁচায়।
সুবিধা
- প্যারাবেন এবং ক্ষতিকারক রাসায়নিক মুক্ত
- রোমকূপকে বন্ধ করে না
- ঘাম কম হয়
- কৃত্তিম রঙহীন।
2. জনসন’স বেবি পাউডার
হালকা গন্ধযুক্ত এই পাউডার সবার কাছে খুবই জনপ্রিয় এবং অনেক ডাক্তারই এটি ব্যবহারের জন্য পরামর্শ দেন। এটি ত্বকের অতিরিক্ত তেল মুক্ত করে ত্বককে মোলায়েম রাখে ।
সুবিধা
- প্যারাবেন এবং ক্ষতিকারক রাসায়নিক মুক্ত
- কৃত্তিম রংহীন
- ত্বক বিশেষজ্ঞ দ্বারা পরীক্ষিত
- হাইপোঅ্যালার্জিক।
3. The Moms Co. Talc-Free Natural Baby Powder
কর্ন অর্থাৎ ভুট্টার দানার স্টার্চ যুক্ত এই পাউডার ত্বকের অতিরিক্ত আদ্রতাকে শুষে নেয় এবং তার পাশাপাশি ক্যালেন্ডুলা অয়েল থাকার জন্য ত্বককে মোলায়েম রাখে।
সুবিধা
- প্যারাবেন মুক্ত
- সালফেট ও মিনারেল অয়েল মুক্ত
- কৃত্তিম রংহীন
- জোজোবা অয়েল যুক্ত।
4. মি মি বেবি পাউডার
বাচ্চাদের ত্বককে সজীব ও সুগন্ধযুক্ত রাখে এই বেবি পাউডার। ত্বক বিশেষজ্ঞ দ্বারা পরীক্ষিত এই পাউডার আপনার সোনাকে স্নান করানোর পর বা ডায়াপার পরিবর্তন করার সময়ও লাগাতে পারেন।
সুবিধা
- ত্বক বিশেষজ্ঞ দ্বারা পরীক্ষিত
- কৃত্তিম রংহীন
- রোমকূপকে বন্ধ করে না
- ঘাম কম হয়।
অসুবিধা
- ঠিক কি কি উপাদান আছে তা উল্লেখ করা নেই।
5. মাদার স্পাৰ্শ ট্যাল্ক ফ্রি ন্যাচারাল ডাস্টিং পাউডার ফর বেবিস
কর্ন অর্থাৎ ভুট্টার দানার স্টার্চ ও ল্যাভেন্ডার অয়েল যুক্ত এই বেবি পাউডার আপনার বাচ্চার ত্বককে রাখে মসৃণ ও স্বাস্থ্যকর। ঘাম হতে বাধা দেয় এই পাউডার।
সুবিধা
- অ্যান্টি-ফাঙ্গাল উপাদান যুক্ত
- ঘাম হতে বাধা দেয়
- কৃত্তিম রংহীন
- রোমকূপকে বন্ধ করে না
অসুবিধা
- ব্র্যান্ডটি পরিচিত নয়।
6. ফরেস্ট এসেনশিয়াল বেবি বডি পাউডার
ক্ষতিকারক রাসয়নিক বিহীন এই বেবি পাউডার আপনার বাচ্চাকে ত্বককে মোলায়েম রাখে ও ঘাম শুষে নেয়। সারাদিন এটি আপনার বাচ্চাকে চনমনে রাখতে সাহায্য করে।
সুবিধা
- প্যারাবেন এবং ক্ষতিকারক রাসায়নিক মুক্ত
- কৃত্তিম রংহীন
- ঘাম শুষে নেয়
- রোমকূপকে বন্ধ করে না।
অসুবিধা
- ব্র্যান্ডটি পরিচিত নয়।
বাচ্চার পাউডার কেনার সময় কোন বিষয়গুলি মনে রাখতে হবে ?
- আপনার শিশুর স্বাস্থ্যকর থাকা আপনার হাতে, আপনাকে তাই সঠিকভাবে জেনে বুঝে পাউডার বাছাই করা উচিত।
- পাউডারে উপস্থিত উপাদানগুলি ভালোভাবে দেখে নেবেন।
- অনেক সময় কমদামি জিনিস ক্ষতিকারক হতে পারে আপনার শিশুর জন্য।
- আপনার শিশু আপনার পছন্দের পাউডার মাখাতে আনন্দ পাচ্ছে কিনা সেটি দেখে নিন কদিন।
- কোনোরকম অসুবিধা হলে অবশ্যই ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন।
আপনার সোনার ত্বককে স্বাস্থ্যকর ও ডায়াপারের জন্য হওয়া র্যাশ থেকে বাঁচাতে অবশ্যই বেবি পাউডার ব্যবহার করা প্রয়োজন। উপরে উল্লেখিত প্রোডাক্টগুলি সবকটাই বাজার সেরা। তাই আপনি যদি আপনার বাচ্চাকে মাখানোর জন্য পাউডার খুঁজছেন, তাহলে আশা করি, এই প্রতিবেদনটি পড়ে আপনি উপকৃত হবেন। সুস্থ থাকুন, আনন্দে থাকুন ও বাচ্চার যত্ন নিন।
Community Experiences
Join the conversation and become a part of our vibrant community! Share your stories, experiences, and insights to connect with like-minded individuals.