বাচ্চাদের জন্য 14টি সেরা শ্যাম্পু | Best Baby Shampoo To Buy In India

Written by Aastha Sirohi Aastha Sirohi linkedin_iconfacebook_iconinsta_icon Experience: 3 years
Last Updated on

বাচ্চাদের স্ক্যাল্প হয় খুবই কোমল ও মোলায়েম, তাই তাদের মাইল্ড প্রকৃতির শ্যাম্পুর প্রয়োজন। আপনার সোনার স্বাস্থ্য বজায় রাখার জন্য তাকে পরিষ্কার পরিছন্ন রাখার দায়িত্ব আপনার। তাই আমাদের এই প্রতিবেদনে আমরা আপনাদের বাজার সেরা কিছু বাচ্চাদের জন্য ও উপযুক্ত শ্যাম্পুর সন্ধান দেব।

বাচ্চাদের জন্য সেরা শ্যাম্পুর তালিকা

1. হিমালয়া জেন্টল বেবি শ্যাম্পু

Himalayan Gentle Baby Shampoo

আপনার শিশুর চুলকে পরিষ্কার ও মোলায়েম রাখতে এটি উপযোগী। জবা ফুলের নির্যাস দিয়ে তৈরী এই শ্যাম্পু আপনার সোনার চুলকে রাখবে উজ্জ্বল।

সুবিধা

  • প্রোটিনে পরিপূর্ণ কাবলি ছোলার নির্যাস যুক্ত
  • চুলকে মোলায়েম রাখে
  • জবা ফুলের নির্যাস
  • হালকা প্রকৃতির।

2. জনসন’স বেবি নো মোর টিয়ারস বেবি শ্যাম্পু

Johnsons Baby No More Tears Baby Shampoo

এই প্রোডাক্টটি দাবি করে এটি মাখার সময় চোখে গেলেও আপনার বাচ্চার চোখ জ্বালা বা চোখে জল আসে না। প্যারাবেন এবং ক্ষতিকারক রাসায়নিক মুক্ত এই শ্যাম্পু ডাক্তারদের পছন্দের তালিকায় পড়ে।

সুবিধা

  • প্যারাবেন এবং ক্ষতিকারক রাসায়নিক মুক্ত
  • মাইল্ড প্রকৃতির
  • PH সীমিত
  • চুলকে ভালোভাবে পরিষ্কার করে।

3. বেবি ডাভ রিচ ময়েশ্চার হেয়ার তো টো বেবি ওয়াশ

Baby Dove Rich Moisture Hair To Toe Baby Wash

আপনার সদ্যজাত শিশুকেও এই বেবি ওয়াশটি মাথা দেখে পা পর্যন্ত মাখাতে পারেন। সীমিত PH যুক্ত এই বেবি ওয়াশ আপনার বাচ্চার ত্বক ও চুলকে করে তোলে মোলায়েম এবং ২৪ঘন্টা পর্যন্ত এটি ধরে রাখতে সাহায্য করে।

সুবিধা  

  • মাইল্ড প্রকৃতির
  • বাচ্চার ত্বক ও চুলকে মোলায়েম রাখে
  • সদ্যজাত শিশুকেও এটি মাখানো যায়
  • PH সীমিত।

4. মি মি জেন্টেল বেবি বাবল বাথ

M Me Gentle Baby Bubble Bath

ত্বক বিশেষজ্ঞ দ্বারা পরীক্ষিত মাইল্ড প্রকৃতির এই আপনার সোনার চুলকে খুব ভালোভাবে পরিষ্কার রাখে এবং ত্বককেও রাখে মসৃণ। এটি ত্বক পরিষ্কার রাখার ক্ষেত্রেও ব্যবহার করা যায়।

সুবিধা 

  • মাইল্ড প্রকৃতির
  • সদ্যজাত শিশুর জন্য উপযোগী
  • ত্বক ও চুলকে নরম রাখে
  • ত্বক বিশেষজ্ঞ দ্বারা পরীক্ষিত।

অসুবিধা

5. মামাআর্থ জেন্টেল ক্লিনসিং বেবি শ্যাম্পু

Mama Earth Gentle Cleansing Baby Shampoo

এশিয়ার প্রথম মেড সেফ সার্টিফায়েড টক্সিন ফ্রি ব্র্যান্ড আপনার বাচ্চাকে মাখানোর সময় চোখে গেলেও জল পড়ে না বা জ্বালা করে না। নারকেল তেল ও জোজোবা অয়েল মিশ্রিত এই শ্যাম্পু সেনসিটিভ ত্বকের বাচ্চাদের ক্ষেত্রেও উপযোগী।

সুবিধা

  • এশিয়ার প্রথম মেড সেফ সার্টিফায়েড টক্সিন ফ্রি ব্র্যান্ড
  • নারকেল তেল ও জোজোবা অয়েল মিশ্রিত
  • সেনসিটিভ ত্বকের বাচ্চাদের ক্ষেত্রেও ব্যবহার করা যায়
  • প্যারাবেন এবং ক্ষতিকারক রাসায়নিক মুক্ত।

6. পিজিয়ন বেবি কন্ডিশনিং শ্যাম্পু

Pigeon Baby Conditioning Shampoo

এটি আপনার বাচ্চার চুলকে ভালোভাবে পরিষ্কার করে চুলকে মোলায়েম রাখতে পারে। PH এর মাত্রা সীমিত থাকায় এটি মাইল্ড প্রকৃতির।

সুবিধা 

  • মাইল্ড প্রকৃতির
  • চুলকে মোলায়েম রাখে
  • শ্যাম্পুটি হাইপোঅ্যালার্জিক।

অসুবিধা

  • সেনসিটিভ ত্বকের বাচ্চাদের ক্ষেত্রে ব্যবহার  না করাই ভালো।

7. চিকো নো টিয়ারস শ্যাম্পু

Chico No Tears Shampoo

চিকো নো টিয়ারস শ্যাম্পুটি আপনার বাচ্চার স্ক্যাল্পকে পরিষ্কার রেখে কোমল ও মোলায়েম রাখে। প্যারাবেন এবং ক্ষতিকারক রাসায়নিক মুক্ত এই শ্যাম্পু সদ্যজাত বাচ্চাকেও মাখানো যায়।

সুবিধা

  • PH এর মাত্রা সীমিত
  • প্যারাবেন এবং ক্ষতিকারক রাসায়নিক মুক্ত
  • গ্লিসারিন যুক্ত
  • মাখানোর সময় এটি চোখে গেলেও জ্বালা বা চোখ থেকে জল পড়ে না।

8. বায়োটিক ডিসনি মিকি বেবি টিয়ারপ্রুফ শ্যাম্পু

Biotic Disney Mickey Baby Tear Proof Shampoo

প্রাকৃতিক নির্যাস দিয়ে তৈরী এই শ্যাম্পু আপনার সোনার চুলকে রাখে পরিষ্কার,উজ্জ্বল ও স্বাস্থ্যকর। PH এর মাত্রা সীমিত থাকার জন্য এটি চোখে গেলেও চোখ জ্বলে না।

সুবিধা

  • PH এর মাত্রা সীমিত
  • চুলকে স্বাস্থ্যকর করে তোলে
  • আয়ুর্বেদিক প্রোডাক্ট
  • ক্ষারহীন শ্যাম্পু।

9. মমস কো ন্যাচারাল বেবি শ্যাম্পু

Moms Co Natural Baby Shampoo

নারকেল তেল ও ভিটামিন ই-এর গুণ সম্পূর্ণ এই শ্যাম্পু আপনার বাচ্চার চুলকে রাখে নরম ও চুলের আদ্রতা বজায় রাখে। মিনারেল অয়েল ফ্রি এই শ্যাম্পু আপনার বাচ্চাকে মাখানোর সময় ত্বকে লাগলেও সেটি কোনো ক্ষতি করে না।

সুবিধা

  • মিনারেল অয়েল
  • ত্বক-বিশেষজ্ঞ দ্বারা পরীক্ষিত
  • হাইপোঅ্যালার্জিক প্রকৃতির
  • শিশুর কোমল চুলকে রক্ষা করে।

অসুবিধা

  • দাম অন্য প্রোডাক্টের তুলনায় বেশি।

10. সেটাফিল বেবি’স জেন্টেল ওয়াশ অ্যান্ড শ্যাম্পু

Setafil Babys Gentle Wash and Shampoo

গ্লিসারিন ও পান্থেনল যুক্ত সেটাফিল বেবি’স জেন্টেল ওয়াশ অ্যান্ড শ্যাম্পু আপনার বাচ্চার নরম কোমল স্ক্যাল্পকে রাখে পরিষ্কার ও মোলায়েম। চুলকে করে তোলে মসৃণ।

সুবিধা 

  • মাইল্ড প্রকৃতির
  • ক্ষতিকারক রাসায়নিক মুক্ত
  • গ্লিসারিন ও পান্থেনল যুক্ত

অসুবিধা 

  • দাম অন্য প্রোডাক্টের তুলনায় বেশি।

11. সেবামেড চিলড্রেন্স শ্যাম্পু

Sebamed Children Shampoo

নো টিয়ার্স ফর্মুলা যুক্ত এই শ্যাম্পু সেনসিটিভ ও শুষ্ক স্ক্যাল্পের জন্য উপযোগী। এটি মাখানোর পর আপনার সোনার এই সব সমস্যা দূর করবে করবে। এতে PH এর মাত্রা সীমিত।

সুবিধা

  • সদ্যজাত শিশুকেও এটি মাখানো যায়
  • নো টিয়ার্স ফর্মুলা যুক্ত
  • নিয়মিত ব্যবহার করা যায়
  • প্যারাবেন এবং ক্ষতিকারক রাসায়নিক মুক্ত।

12. মুস্তেলা জেন্টেল বেবি শ্যাম্পু

Mustella Gentle Baby Shampoo

প্রাকৃতিক নির্যাস দিয়ে তৈরী এই শ্যাম্পু আপনার বাচ্চার স্ক্যাল্পকে ভালোভাবে পরিষ্কার রেখে চুলকে মসৃণ করে তোলে। হাইপোঅ্যালার্জিক এই শ্যাম্পু নিয়মিত ব্যবহার করা যায়।

সুবিধা 

  • হাইপোঅ্যালার্জিক প্রকৃতির
  • নো টিয়ার্স ফর্মুলা যুক্ত
  • প্যারাবেন এবং ক্ষতিকারক রাসায়নিক মুক্ত।

 অসুবিধা 

  • দাম অন্য প্রোডাক্টের তুলনায় বেশি।

13. মাদারকেয়ার অল উই নো শ্যাম্পু

Mothercare All We Know Shampoo

অলিভ অয়েল যুক্ত এই শ্যাম্পু সদ্যজাত শিশুকেও মাখানো যায়।  ত্বক বিশেষজ্ঞ দ্বারা পরীক্ষিত শ্যাম্পুটি আপনার বাচ্চার স্ক্যাল্পকে করে তোলে স্বাস্থ্যকর।

সুবিধা

  • হাইপোঅ্যালার্জিক প্রকৃতির
  • ত্বক বিশেষজ্ঞ দ্বারা পরীক্ষিত
  • চুলের বৃদ্ধিতে সাহায্য করে।

অসুবিধা

  • ব্র্যান্ডটি পরিচিত নয়।

14. কিউরেশিয়ো বেবি স্পু শ্যাম্পু

Curiosio Baby Spa Shampoo

ক্ষারহীন এই কিউরেশিয়ো বেবি স্পু শ্যাম্পু টিয়ার ফ্রি ফর্মুলা যুক্ত অর্থাৎ এটি মাখানোর সময়  আপনার সোনার চোখে গেলে জ্বলে না বা চোখে জল আসে না।

সুবিধা

  • টিয়ার ফ্রি ফর্মুলা যুক্ত
  • ক্ষারহীন

অসুবিধা 

  • ১৮ মাসের কম বয়সী বাচ্চাদের মাখানো মাখানো যায় না।

বাচ্চাদের চুলের তেল কেনার সময় যে বিষয়গুলি মনে রাখা উচিত

  • আপনার শিশুর জন্য শ্যাম্পু কেনার সময় অবশ্যই দেখে নেবেন যেন সেটি রাসায়নিক মুক্ত হয়।
  • শ্যাম্পুটি যেন উগ্র গন্ধযুক্ত না হয়।
  • প্রাকৃতিক নির্যাস দিয়ে তৈরী হলে ভালো হয়।
  • কোনোরকম ক্ষার জাতীয় পদার্থ যেন না থাকে।
  • শিশুকে কিছু মাখানোর আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে নেবেন।
  • বাজারে যেমন অনেক শিশুদের জন্য শ্যাম্পু যেমন পাওয়া যায় তেমনি বিক্রেতারও ছড়াছড়ি, তাই অবশ্যই অনুমোদিত বিক্রেতার থেকে কিনবেন, নাহলে নকল জিনিস পাওয়ার সম্ভাবনা থেকেই যায়।

বাচ্চাদের চুল ও স্ক্যাল্প খুবই কোমল হয়, তাই শ্যাম্পু বাছাইয়ের সময় বিবেচনা করে কিনবেন। আমাদের এই প্রতিবেদনে বাজার সেরা কিছু বাচ্চাদের জন্য উপযোগী শ্যাম্পুর সম্পর্কে উল্লেখ করা আছে, অবশ্যই তা পড়ে  নেবেন। কোনো শ্যাম্পু ব্যবহার করার পর যদি কোনোরকম সমস্যা দেখা দেয়, তাহলে অবশ্যই ডাক্তারের সঙ্গে পরামর্শ করবেন। সুস্থ থাকুন, আনন্দে থাকুন ও আপনার সোনার যত্ন নিন ।

Was this article helpful?
thumbsupthumbsdown

Community Experiences

Join the conversation and become a part of our vibrant community! Share your stories, experiences, and insights to connect with like-minded individuals.

Aastha Sirohi
Aastha SirohiBeauty & Lifestyle Writer
Aastha Sirohi is a beauty and lifestyle content writer with over three years of experience in writing for different genres. She has a master’s degree in English Literature from The English And Foreign Languages University and a bachelor’s degree in education from the University of Mysore.

Read full bio of Aastha Sirohi
Latest Articles