বাচ্চাদের জন্য 9 টি সেরা ম্যাসাজ অয়েল | 9 Best Baby Massage Oil To Buy In India 2020
In This Article
আমরা সবাই মা ঠাকুরমার কাছ থেকে শুনে এসেছি যে, বাচ্চার বৃদ্ধির জন্য তেল মালিশ বেশ উপকারী। স্নান করানোর আগে শিশুকে তেল মালিশ করাটা একটি প্রচলিত ব্যাপার। বাচ্চাদের জন্য এই তেল মালিশ করার প্রক্রিয়াটির নানা স্বাস্থ্য উপকারীতা আছে। এতে ত্বকের বিকাশ, মাংস পেশীর বিকাশ হয়, হাড় শক্তিশালী হয়ে ওঠে, ঘুম গাঢ় হয়, হজম শক্তিকে বাড়ে। আপনার সোনার জন্য যখন কোনও মালিশকারী তেল বাছাই করবেন তখন কিছু জিনিস মনে রাখাও প্রয়োজন ও এ সম্পর্কে জ্ঞান থাকাও প্রয়োজন। এমন কোনও তেলকে বেছে নেওয়া উচিত যা আপনার বাচ্চার নরম কোমল ত্বকের জন্য উপযুক্ত হবে।
তাই আমাদের এই প্রতিবেদনে আমরা আপনার বাচ্চার জন্য উপযুক্ত কিছু মালিশ করার তেলের কথা আপনাকে জানাবো।
বাচ্চাদের জন্য 9 টি সেরা ম্যাসাজ অয়েলের তালিকা
1. ডাবর লাল তেল
প্রাকৃতিক নির্যাস দিয়ে তৈরী এই তেল আপনার সোনার হাড় মজবুত করতে ও পেশীকে শক্তিশালী করতে উপযোগী। নিয়মিত ব্যবহারযোগ্য এই তেল আপনার বাচ্চার দ্রুত বিকাশ ঘটাতে সাহায্য করে।
সুবিধা
- হাড় ও পেশীকে মজবুত করে
- প্রাকৃতিক নির্যাস দিয়ে তৈরী
- আয়ুর্বেদিক প্রোডাক্ট
- নিয়মিত ব্যবহারযোগ্য
- ঘুম গাঢ় করে
- ত্বককে মোলায়েম রাখে।
অসুবিধা
- সেনসিটিভ ত্বকের জন্য উপযুক্ত নয়।
2. হিমালয়া বেবি ম্যাসাজ অয়েল
ভিটামিন ই যুক্ত এই তেল আপনার বাচ্চাকে স্নান করানোর আধ ঘন্টা আগে এটি মাখালে কোমল ত্বককে নরম রাখতে সাহায্য করে। আপনার বাচ্চার বৃদ্ধি ও বিকাশ ঘটায় এই তেল।
সুবিধা
- প্যারাবেন মুক্ত
- মিনারেল অয়েল নেই
- ভিটামিন ই যুক্ত
- নানারকম ঔষুধি দিয়ে তৈরী
- শিশুর বিকাশে সাহায্য করে।
অসুবিধা
- প্যাকেজিং ভালো নয়।
3. জনসন’স বেবি অয়েল
জনসন’স বেবি অয়েল হল ডাক্তারদের পছন্দের একটি তেল। ভিটামিন ই তে পরিপূর্ণ ও কৃত্তিম রংবিহীন এই তেল একদমই চিটচিটে নয়। আপনার ছোট্ট সোনার ত্বককে এটি মোলায়েম রাখে।
সুবিধা
- প্যারাবেন মুক্ত
- মিনারেল অয়েল নেই
- ভিটামিন ই যুক্ত
- কৃত্তিম রংবিহীন
- সালফেট নেই
- ত্বক বিশেষজ্ঞ দ্বারা পরীক্ষিত।
4. মামাআর্থ সুথিং ম্যাসাজ অয়েল
আমন্ড, অলিভ, জোজোবা অয়েল দিয়ে তৈরী এই তেল আপনার বাচ্চার বিকাশ ও বৃদ্ধিতে সাহায্য করে। ক্ষতিকারক কেমিক্যাল মুক্ত এই তেলের প্যাকেজিংটি খুবই অকার্ষনীয়।
সুবিধা
- কৃত্তিম গন্ধবিহীন
- প্যারাবেন মুক্ত
- মিনারেল অয়েল নেই
- সালফেট মুক্ত
- দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়তে সাহায্য করে
- তিলের তেল যুক্ত।
5. বেবি ডাভ রিচ ময়েশ্চার বেবি ম্যাসাজ অয়েল
এই তেলটি আপনার সদ্যজাতকেও মাখাতে পারবেন বলে এই প্রোডাক্টটি দাবি করে। আপনার শিশুর কোমল ত্বককে সারাদিন আদ্র রাখে। এটি মাখানোর পর খুবই তাড়াতাড়ি এটি শুষে নেয় ত্বকে।
সুবিধা
- হালকা ধরণের
- চিটচিটে নয়
- ত্বককে সারাদিন আদ্র রাখে
- সদ্যজাতকেও মাখাতে পারবেন।
অসুবিধা
- এই প্রোডাক্টে ঠিক কি কি উপাদান আছে তার উল্লেখ নেই ঠিকমতো ।
6. মি মি বেবি অয়েল
ফলের নির্যাস দিয়ে তৈরী এই তেল আপনার বাচ্চার ত্বককে রাখে মোলায়েম ও শরীরের বিকাশে সাহায্য করে। খুবই হালকা ধরণের তেলটি নিয়মিত মাখাতে পারেন আপনার সোনাকে।
সুবিধা
- নিয়মিত মাখানো যায়
- ত্বক বিশেষজ্ঞ দ্বারা পরীক্ষিত
- ফলের নির্যাস দিয়ে তৈরী
- হালকা ধরণের।
অসুবিধা
- সেনসিটিভ ত্বকের জন্য উপযুক্ত নয়।
7. নেচার’স ভেদা দাসাপুষ্পম বেবি অয়েল
আয়ুর্বেদিক এই তেলটি আপনার বাচ্চার শুষ্ক ত্বক বা স্ক্যাল্পকে মোলায়েম রাখতে, এমনকি ডায়াপার পোড়ানোর জন্য ফুসকুড়ি হলেও এটি তা সারিয়ে তুলতে সাহায্য করে। চুলের বৃদ্ধি ঘটায়।
সুবিধা
- ত্বকের বিকাশ ঘটায়
- চুলের বৃদ্ধি হয়
- ত্বক বা স্ক্যাল্পকে মোলায়েম রাখে
- আয়ুর্বেদিক প্রোডাক্ট
- ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে।
অসুবিধা
- দাম অন্য প্রোডাক্টের তুলনায় বেশি।
8. বেবি বাটনস এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল
নারকেলের দুধ থেকে তৈরী এই বিশুদ্ধ নারকেল তেল আপনার সোনার ত্বককে মোলায়েম রাখে এবং সারাদিন তা বজায় থাকে। ডায়াপারের কারণে ফুসকুড়ি হলে তা সারিয়ে তুলতে এটি অনবদ্য।
সুবিধা
- মিনারেল অয়েল নেই
- কৃত্তিম গন্ধ ও রং হীন
- সারাদিন ত্বককে মোলায়েম রাখে
- বিশুদ্ধ প্রকৃতির
- রক্ত চলাচলের উন্নতি করে।
9. লাইভ ক্লিন বেবি অ্যান্ড মমি ম্যাসাজ অয়েল
প্যারাবেন মুক্ত এই তেল ডাক্তাররা অনেক সময়েই ব্যবহার করার কথা বলে থাকেন। প্রাকৃতিক নির্যাস দিয়ে তৈরী তেলটি আপনার শিশুর ত্বককে মোলায়েম রাখার পাশাপাশি মহিলাদের স্ট্রেচ মার্ক দূর করতেও উপযোগী।
সুবিধা
- প্যারাবেন মুক্ত
- মিনারেল অয়েল নেই
- সালফেট মুক্ত
- মহিলাদের স্ট্রেচ মার্ক দূর করতেও উপযোগী
- ত্বক বিশেষজ্ঞ দ্বারা পরীক্ষিত।
অসুবিধা
- ব্র্যান্ডটি পরিচিত নয়।
বাচ্চার জন্য ম্যাসাজ করার অয়েল কেনার সময় যে বিষয়গুলি মনে রাখা উচিত
- আপনার শিশুর ম্যাসাজ করার তেল কেনার সময় অবশ্যই দেখে নেবেন যেন সেটি রাসায়নিক মুক্ত হয়।
- তেলটি যেন উগ্র গন্ধযুক্ত না হয়।
- প্রাকৃতিক নির্যাস দিয়ে তৈরী হলে ভালো হয়।
- কোনোরকম ক্ষার জাতীয় পদার্থ যেন না থাকে।
- শিশুকে কিছু মাখানোর আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে নেবেন।
- বাজারে যেমন অনেক শিশুদের মালিশ করার জন্য তেল যেমন পাওয়া যায় তেমনি বিক্রেতারও ছড়াছড়ি, তাই অবশ্যই অনুমোদিত বিক্রেতার থেকে কিনবেন, নাহলে নকল জিনিস পাওয়ার সম্ভাবনা থেকেই যায়।
তেল দিয়ে শিশুর মালিশ একটি প্রাচীনতম বিষয় । এটি আপনার শিশুর বৃদ্ধি এবং বিকাশে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে । যদি আপনার শিশুর জন্য উপযুক্ত মালিশ করার তেল খুঁজছেন, তাহলে উপরে উল্লেখিত তেলগুলির সম্পর্কে পড়ে নিন। কিন্তু এটি ব্যবহার করার আগে ডাক্তারের সঙ্গে অবশ্যই পরামর্শ করে নিন। সুস্থ থাকুন, আনন্দে থাকুন।
Community Experiences
Join the conversation and become a part of our vibrant community! Share your stories, experiences, and insights to connect with like-minded individuals.
Read full bio of Aastha Sirohi